মা,আজ তোমায় ভীষন মনে পড়ছে।
আজ আমার।বড়ই দুর্দিন,
তোমার মেয়ে আজ সত্যিই অসহায়।
যার জন্মে হেসেছিল পৃথিবী,তুমি বলেছিলে, আমার ঘরে চাঁদ নেমে
এসেছে।
সে চাঁদে এখন গ্রহন লেগেছে,
জীবনে নেমে এসেছে
অনাখাংকিত অমানিশা।
সোনার চামচ মুখে নিয়ে যার জন্ম,
যার একটু কান্না তোমাদের
উদ্বেলিত করতো_____
সে কান্না এখন তার নিত্যদিনে সাথি।
কেন জানিনা মা
আজ বড় স্বাদ হয় তোমার কোলে
একটু ঘুৃৃমায়,
অনাবিল শান্ত, গভীর ঘুম।
কত দিন ঘুমায় না।
বল,মা
একটু ঘুম পাড়িয়ে দিবে?
কত দিন তোমার ছোয়া পাইনা,
মা,
কোনদিন কিছুর অপূর্নতা রাখনি,
সে তোমার মেয়ে আজ শূন্যতায়
ভুগছে।
চারি দিকে অনেক শূন্যতা।
তুমি কি, দেখতে পারছো।?
মা, এসো মা,
আজ তোমাক আমার বড় প্রয়োজন!
আমি আজ।ক্লান্ত পরিশ্রান্ত।
একটু ঘুমের বড্ড প্রয়োজন।
আমাকে তুমি সে ছোট্ট বেলার
মতো,
কোলে তুলে নাও,
আমি তোমার কোলে মাথা রেখে
সেই প্রশান্তির ঘুম ঘুমোতে
চায়।
আসবেতো মা,।
আমায় ঘুম পাড়িয়ে
দিবে তো,মা ______??
No comments:
Post a Comment