![]() |
একুশে মিডিয়া, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসের চাঁপায় শাহেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে।তাহার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা জেলায় কর্মরত সাংবাদিক এম এ হাসান, তিনি নিহতের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।উল্লেখ্য চৌদ্দগ্রাম উপজেলায় ৩০ অক্টোবর (মঙ্গলবার) বেলা ১১ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাস ধাক্কায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত শাহেনা বেগম উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।স্থানীয় সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী রাস্তার মাথা এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস পথচারি শাহেনা বেগমকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনি সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এই অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যু তে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
No comments:
Post a Comment