ময়মনসিংহ সিটি করপোরেশনের সিইও হলেন সাবেক ডিসি আনোয়ার হোসেন-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 29 October 2018

ময়মনসিংহ সিটি করপোরেশনের সিইও হলেন সাবেক ডিসি আনোয়ার হোসেন-একুশে মিডিয়া




একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
দেশের ১২তম নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) যোগদান করেছেন মেহেরপুরের সাবেক জেলা প্রশাসক প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের মোহাম্মদ আনোয়ার হোসেন। যোগদানের পর এক প্রতিক্রিয়ায় নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সার্বিক কর্মকান্ড সম্পাদনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এসময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা নতুন সিইও-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
মোহাম্মদ আনোয়ার হোসেন এরআগে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পায়রা বন্দরের যুগ্ম পরিচালক হিসেবে কমর্রত ছিলেন। সেখান থেকে এক আদেশ মুলে গত ২২ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করার পর গত ২৮ অক্টোবর তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কার্যক্রম শুরু করেছেন। মোহাম্মদ আনোয়ার হোসেন ময়মনসিংহের কৃতি সন্তান। তিনি জেলার ফুলপুর উপজেলা সদরের বীর মুক্তিযোদ্ধা নবী হোসেনের পুত্র।
২০০০ সালে জাহাঙ্গীর নগর বিশ্ব^বিদ্যালয় ইতিহাসে অনার্স-মার্স্টাস শেষ করে ২০তম বিসিএস ক্যাডার সার্ভিসে ২০০১ সালে নীলফামারী জেলা কালেক্টরেটে সহকারী কমিশনার হিসেবে চাকুরীতে যোগদান করেন। সহকারী কমিশনার (ভুমি) মধুপুর টাঙ্গাইল, ইউএনও হিসেবে রংপুরের কাউনিয়া ও বগুড়া সদর, এডিসি জেনারেল জামালপুর ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে জামালপুর জেলা পরিষদে কমর্রত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দু’কন্যা সন্তানের জনক।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages