একুশে মিডিয়া, জয়পুরহাট প্রতিনিধি:
২১ শে আগষ্ট গ্রেনেড হামলার রায়কে স্বাগত জানিয়ে জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে সদর উপজেলার আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জয়পুরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দোগাছী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার সাহা, সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা প্রমুখ।
বক্তারা তারেক রহমান সহ দোষীদের ফাঁসির দাবী জানান। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment