পাঁচবিবির ছেলে জাহিদ হাসান শোবিজের ভবিষ্যৎ নক্ষত্র-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 10 October 2018

পাঁচবিবির ছেলে জাহিদ হাসান শোবিজের ভবিষ্যৎ নক্ষত্র-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বিনোদন-সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
মরহুম চিত্র নায়ক মান্নার অন্ধভক্ত জাহিদ হাসান অবিকল মান্নার কন্ঠ নকল করতে পারতেন। নিজ এলাকার বিভিন্ন অনুষ্ঠানে মান্নাকে নকল করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। সেই থেকে শুরু। ক্রমান্নয়ে এগিয়ে গিয়েছেন। নিজের যোগ্যতা ও কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করেছেন শোবিজের একজন ভবিষ্যৎ মেধাবী অভিনেতা হিসেবে। গত ঈদে ইটিভিতে বিলাতি জামাই ও এশিয়ান টিভিতে ক্ষ্যাপা বাসু নামে তার অভিনিত দুটি নাটক প্রচার হয়। ক্ষ্যাপা বাসু নাটকটিতে আ,খ,ম হাসানের বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিছুদিন পূর্বে মোশারফ করিমের সঙ্গে আর,এফ,এল এর একটি এ্যাডের কাজ সম্পন্ন করলেন। বর্তমানে ১০৪ পর্বের ধারাবাহিক নাটক সিনেমা হল এ মোশারফ করিমের পার্শ্ব চরিত্রে গুরুত্বপূর্ন ভূমিকায় অভিনয় করছেন। কচি খন্দকার পরিচালিত প্রতি বুধ ও বৃহস্পতিবার সিনেমা হল নাটকটি এটিএন বাংলায় রাত আটটায় প্রচারিত হচ্ছে। এছাড়াও বিভিন্ন কোম্পানীর আর,ডি,সি এ্যাড এ ভয়েজ দিচ্ছেন জাহিদ হাসান। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages