একুশে মিডিয়অ, এম.এ হাসনাইন হাওলাদার, বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধি:
পেশাদারিত্ব,সততা
আর আন্তরিকতা থাকলে সাফল্য অবধারিত বিষয়টি প্রমান করলেন ভোলা জেলার
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ অসিম কুমার সিকদার। বোরহানউদ্দিন থানায়
যোগদান করার পর তার পেশাদারিত্ব আর কর্ম তৎপরতার কারণে পর পর ১০ বার জেলার
মধ্যে শ্রেষ্ঠ ওসি হন। সাফল্যের এ ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসের
পারফরমেন্স এর ভিক্তিতে রেঞ্জ পর্যায়ে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হন।
বোরহানউদ্দিন
থানা সূত্র জানায়, সেপ্টেম্বর/১৮ মাসে মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা
তামিল, কমিউনিটি পুলিশিং সভা (বিট পুলিশিং সভা/স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং
সভা), মামলা নিষ্পত্তি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন সহ সার্বিক কর্মকান্ড
বিবেচনায় বরিশাল রেঞ্জ (বিভাগ) এর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন
অসিম কুমার সিকদার।
৭
অক্টোম্বর রেঞ্জ ডি আই জি বরিশাল এর সভাকক্ষে মাসিক অপরাধ সভায় ডি আই জি
মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম নির্বাচিত শ্রেষ্ঠ অফিসার অসিম কুমার
সিকদার কে ক্রেস্ট ও সনদ প্রদান করেন। সভায় অতিঃ ডি আই জি বরিশাল রেঞ্জ,
ভোলা জেলার পুলিশ সুপার মোকতার হোসেন সহ রেঞ্জের সকল পুলিশ সুপারগন উপস্থিত
ছিলেন।
ওসি
অসিম কুমার সিকদার জানান, স্যারদের নির্দেশনা ও তদারকিই আজকের সফলতার
প্রধান প্রেরনা।এ স্বীকৃতি আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। ধন্যবাদ আমার
সহকর্মী অফিসার ও ফোর্সদের, যাদের অক্লান্ত পরিশ্রম এ সফলতার মূল ভিত্তি।
ভোলা জেলার পুলিশ সুপার মোকতার হোসেন জানান,পেশাদারিত্ব যে কোন মানুষকে সফলতার শিখরে নিয়ে যায়।অসিম কুমার সিকদার দায়িত্ব পরায়ন অফিসার। একুশে মিডিয়া।
ভোলা জেলার পুলিশ সুপার মোকতার হোসেন জানান,পেশাদারিত্ব যে কোন মানুষকে সফলতার শিখরে নিয়ে যায়।অসিম কুমার সিকদার দায়িত্ব পরায়ন অফিসার। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment