ভুল করেছি ভুল মানুষ ভালোবাসে-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 16 October 2018

ভুল করেছি ভুল মানুষ ভালোবাসে-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক: ইব্রাহীম ফরায়েজী:
সিমার সাথে আলামিনের প্রথম দেখা ঢাকা মিরপুরের একটি গার্মেন্টসে একাই গার্মেন্টস চাকরি করতো দুজন।
সিমার সাথে আলামিনে হালাকা কথার মাজে এক গভির  প্রেমে সমপর্কে  রুপান্ত্রিত হয়।
অবশেষ দুজন বিয়ের সিদ্ধান্ত নেয়।
এবং বিয়ে করলো বিয়ের পর অনেক দিন এক সাতে চাকরি করে দুজন হাঠাৎ ঈদের আগোমন দুজনেই গ্রামের  বাড়িতে আসে ।
আলামিনের বাড়ি সিমার বারি থেকে অনেক দুরে। আলামিন আর সিমা প্রথমে দুজনেই সিমার বাড়িতে আসে পরে আলামিন তার নিজের বাড়িতে যায় আলামিন সিদ্ধান্ত নেয়ে সিমাকে তার বাড়িতে নিয়ে জাবে কিন্ত সিমার বাবা আলামিনে উপর চাপ দিয়ে বসে যে তুমি জদি সিমাকে পেতে হয় তাহলে তুমি আমাদের এখনে থাকতে হবে
সিমাকে নিয়ে । না হয়
কি ভাবে সমপর্ক বাঙাযায় সেটা করো আলামিন হাঠাৎ জামেলায় পরে গেলে।
কি হওয়ার কথা ছিলো আর কি হলো।
সিমাকে আলামিন সুদু এটাই বল্লো সিমা ভুলাকরেছি তোমায় ভালো বেসে।
এদিকে সিমা প্যাগনেট এমন অবস্তায় আলামিন কি আর করবে।
অবিশেষ সিমার বাবার কথা মেনে নিলো।
সিমার বাবা এক মাঝির সাথে কথা বলে তাকে নদিতে মাছ দরার কাজ ঠিক করে দিলো
এ ভাবে চলছে অনেক দিন সিমার একটা বাচ্ছা হলো। কিন্ত আলামিন সুখি না কারন সিমা তাকে সব সময়ে সন্দেহ করতো।
বলতো তুমি বিবিন্ন মেয়েদের সাথে কথা বলো এরকম আরো অনেক কথা।
তাই একদিন আলামিন ভাবলো এই সব সিমা কই পায়।
দেখতে হবে কে বলে ওকে এই সব কথা।
পরদিন সিমার ফোনে অটো  রেকড চালু করে রাখলো এবং পর দিন রেকড সুনে আলামিন হতো ভাগ হয়ে গেলে যে বদনাম সিমা প্রতি দিন আলামিন কে দিতো সে কাজটা সিমা নিজেই করতো। আলামিন যে নৌকায় মাছ দরতো সে নোকার মালিকের সাথে সিমার প্রেম চলছে ঐ প্রেমিকেই আলামিনের নামে বাজে কথা সিমাকে বলছে।
সিমা আলামিনের সাথে সারা দিন জগরা করে ভালো কথা বলে না।
আর প্রেমিকের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে এবং রাতে দেখা  করার কথা যখন আলামিন সুনলো  তখনে আলামিন একা একা কাদতে সুরু করলো  এটা ভেবে জাকে পাওয়ার জন্য এতো কিছু করলাম আজ সে অন্য এক জনের সাথে রাত কাটাতে চায় বিষয়টা জানতে পারে আলামিন কি করবে বেবে পাচ্ছিলো না কারন আলামিন অনেক ভালো বাসে সিমাকে কিন্ত সিমা আলামিনের সাথে এতটা বেইমানের মত কাজ করবে কখনো ভাবেনি।
আলামিন শুধু এটাই ভাবে যে ভুল করছি ভুল মানুষ ভালো বেসে।
আর এটা বুজতে পারলো যে ভালোবাসার দাম সবাই দেতে পারে না।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages