![]() |
ফাইল ফটো |
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
পুকুরে ভিজিয়ে রাখা বাঁশ নিয়ে খেলার সময় নড়াইলে পানিতে ডুবে শিশু মমিনুলের (সাড়ে তিন বছর) মৃত্যু হয়েছে।
জানা যায়, আজ মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে সদরের মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা গ্রামে এ ঘটনা ঘটে। মুমিনুল ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পুকুরে নেমে বাঁশ নিয়ে খেলা করছিল মুমিনুল। এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবে যায় সে। পরে মৃত অবস্থায় মমিনুলের লাশ পুকুরে ভেসে উঠলে পরিবারের সদস্যরা উদ্ধার করেন।
এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। সুপারি গাছ থেকে পড়ে আহত ছাত্রের মৃত্যু নড়াইলের সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আহত নাজিম শেখ নামে বারো বছরের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে খালিশাখালী নূরানী মাদ্রাসার ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া পৌর এলাকার খালিশাখালী গ্রামের খোকন শেখের ছেলে নাজিম গত শনিবার সকালের দিকে এক প্রতিবেশির বাড়িতে সুপারি পাড়তে যায়। তখন গাছ ভেঙে বাড়ির ভবনের ওপর পড়ে।
নাজিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment