![]() |
এম এ হাসান,কুমিল্লা:
সবাইকে কাঁদিয়ে না পেরার দেশে ইমন! চমৎকার হাসি অার মায়াবী দুষ্টামিতে সবাইকে মাতিয়ে রাখতো ইমন। অার এখন কোর্টস্যুট পরা হাসিমাখা তার ছবিগুলো ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
![]() |
বিধির কি লীলাখেলা, যে সময়টায় পরিবারের সকলের সাথে বেশ ভালো ভাবেই কাটার কথা। ঠিক সে সময়েই মরণ ব্যাধি ক্যানসার এর কাছে হার মেনে মহান রবের ডাকে সাড়া দিয়ে সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিল সদা হাস্যোজ্জল ইমন।
সে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ফুলগ্রামের (দ্যা বেষ্ট এয়ার ট্রাভেলস'র মালিক) মো. ইউসুফ ভূঁইয়ার একমাত্র পুত্র। মৃত্যুর খবরটি নিশ্চিত করে ইমনের মামা মো. মাসুম জানিয়েছেন, বিগত সাত মাস অাগে তার শরীরে মরণ ব্যাধি ক্যানসার ধরা পড়ে।
শুক্রবার (৯ নভেম্বর) অানুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার সময় রাজধানীর অানোয়ার খান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমন অামাদের ছেড়ে চলে যায়। এদিকে একমাত্র অাদরের সন্তানের অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেননা বাবা ইউসুফ ভূঁইয়া।
কান্নায় ভেঙ্গে পড়েছে তার পুরো পরিবার। ইমনের মৃত্যুতে ফুলগ্রামসহ সমগ্র চৌদ্দগ্রামের আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে । সদা হাস্যোজ্জল, মায়াবী-সুন্দর চেহারার ইমনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অনেকেই।
শনিবার (১০ নভেম্বর) সকালে তার নিজ গ্রাম ফুলগ্রামে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment