একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কের চৌমুহনী এলাকায় পুলিশ বক্স ভাংচুর ও ট্র্যাফিক পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে আনোয়ারা-চাতরী-চৌমুহনী বাজার এলাকায় এক কাভার্ডভ্যান চালককে একজন ট্র্যাফিক সার্জেন্ট মারধর করলে এ ঘটনা ঘটে। পরে কাভার্ডভ্যান চালক রাস্তার মাঝখানে গাড়িটি রেখে দেয়।
এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ট্র্যাফিক বক্সে হামলা ও ভাংচুর চালায় এবং ট্র্যাফিক পুলিশের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
আনোয়ারা থানার অফিসার ইনর্জাচ (ওসি) দুলাল মাহমুদ একুশে মিডিয়াকে বলেন, চাতরী চৌমুহনী বাজার এলাকায় পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ এবং ট্র্যাফিক বক্সে হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment