এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি:
শত জল্পনা কল্পনার বৈতরী পার হয়ে আবারো আওয়ামীলীগের মনোনয়ন যুদ্ধে যশোর ৮৫-১ (শার্শা) আসনের প্রাথমিক ভাবে জয়লাভ করলেন শার্শা আসনের দুই বারের সফল সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন । চায়ের কাপের নানা আলোচনার কেন্দ্র বিন্দু ছিল আওয়ামীলীগের কান্ডারী কে আফিল, লিটন নাকি এস পি মাবুদ।
সব আলোচনার সমাপ্তি ঘটিয়ে, শত বাঁধা বিপত্তি পেরিয়ে আলহাজ্ব শেখ আফিল উদ্দীন ই হলেন শার্শার আওয়ামীলীগের নৌকার মাঝি ।
এদিকে নীতির প্রশ্নে আপোষহীন চরমোনাই পীরের দল (ইসলামী আন্দোলন বাংলাদেশ) সারাদেশে একক দল হিসাবে ৩০০আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়ায় রাজনৈতিক মহলে আলোচনায় থাকলেও শার্শা আসনে আগে থেকেই তাদের প্রার্থী বাছাই করা ছিল বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বখতিয়ার রহমান । এখনো পর্যন্ত বিএনপি জোটের কোন নাম প্রকাশ না করায় প্রশ্ন রয়ে গেলো কে হবেন বি এন পি জোটের প্রার্থী? এমন আলোচনা এখন চায়ের কাপ ছাড়াও সাধারণ জনগণের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
বি এন পি জোটের মনোনয়ন যুদ্ধে কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মহসিন কবির, শার্শা উপজেলার বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক ও শার্শা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসান জহির, যশোর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আজিজুর রহমান কে নিয়ে আলোচনা থাকলেও সাধারণ মানুষের মধ্যে মফিকুল হাসান তৃপ্তিকে নিয়ে আলোচনা বেশী শোনা যাচ্ছে।
তবুও রাজনীতির মারপ্যাচে কখন কি হয় বোঝা বড় মুশকিল। তাই দেখার অপেক্ষা বিএনপি জোটের শেষ হাসি কে হাসে, কে পাবে সোনার হরিণ, কে হবে শার্শা বি এন পি জোটের কান্ডারী? আর একটা দিনের অপেক্ষা মাত্র।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment