কুতুবদিয়ায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভায় অনুষ্ঠিত।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 10 November 2018

কুতুবদিয়ায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভায় অনুষ্ঠিত।একুশে মিডিয়া



মো: মনিরুল ইসলাম, কুতুবদিয়া (কক্সবারাজা) প্রতিনিধি:

সমন্বিত সঞ্চয়ের পুঁজি ভাগ্যের দোয়ার খোলে দিতে পারে স্বল্প আয়ের শিক্ষক সমাজের।
তাই ক্রেডিট ইউনিয়নের পতাকাতলে সমবেত হওয়ার জন্য শিক্ষক-কর্মচারীদের প্রতি আহবান জানিয়েছেন দেশের অন্যতম জাতীয় ক্রেডিট ইউনিয়ন কাল্ ব' র ট্রেজারার জয়নুল আবেদিন।
কক্সবাজার জেলাধীন কুতুবদিয়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.'র ৮ম বার্ষিক সাধারণ সভায় (এ.জি.এম.) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা ক্রেডিট ইউনিয়নের অন্যতম প্রতিষ্টাতা সভাপতি ইমাম আবু হানিফা একাডেমীর সুপার ও গ্রামীণ উন্নয়ন সাংবাদিক এম.এম.হাছান কুতুবীর সভাপতিত্বে কুতুবদিয়া হাইস্কুল মিলনায়তনে শুক্রবার অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা কামাল পাশা, কালবের ডিরেক্টর নুর মোহাম্মদ ও জেলা ব্যবস্থাপক সমীরন দাশ।
ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক মাস্টার বিমল কান্তি শীল'র সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাস্টার আক্কাস উদ্দিন, ডিরেক্টর মাস্টার আমির উদ্দিন কুতুবী, মাস্টার ফরিদুল আলম ও মাস্টার ইয়াসমিন আখতার। উল্লেখ্য দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি.কালব পরিচালিত এ ক্রেডিট ইউনিয়ন বিগত ২০১০ খ্রিস্টাব্ধে প্রষ্টিত হয়। উপজেলার সরকারী-সরকারী-বেসরকারী স্কুল-মাদরাসার প্রায় দু'শতাধি শিক্ষক-কর্মচারী এ ক্রেডিট ইউনিয়নের সদস্য।
একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages