মোহাম্মদ রোমান উদ্দীন, চট্টগ্রাম থেকে:
চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য এম এ লতিফ, নওফেল, আফছারুল আমিন, বাদল ও দিদারের মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে আওয়ামীলীগ প্রার্থীদের পক্ষে আজ বুধবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) সংসদীয় আসনে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ১০ আসনের ডা: আফছারুল আমিন, ৮ আসনে মাঈন উদ্দিন খান বাদল, ১১ আসনের এম এ লতিফ, ৪ আসনের দিদারুল আলমসহ অন্যান্য প্রাথীরা। . আজ বেলা ১২টায় আদালত ভবনে বিভাগীয় কমিশনার ও রিটানিং অফিসার আবদুল মান্নানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তারা।
এদিকে মনোনয়ন জমাদানের আগে সকাল ১০টায় তিনি দামপাড়াস্থ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে যান নওফেল। সেখান থেকে তিনি মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক এবং সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন সহ দলীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে নির্বাচন আচরণবিধি মেনে আদালত ভবনে এসে রিটানিং অফিসারের কাছে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র জমা দেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment