ব্রেকিং নিউজ: টাঙ্গাইলে বিমান বিধ্বস্ত!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 23 November 2018

ব্রেকিং নিউজ: টাঙ্গাইলে বিমান বিধ্বস্ত!-একুশে মিডিয়া

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এটি প্রতীকী ছবি।
একুশে মিডিয়া, টাঙ্গািইল রিপোর্ট:
টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্রশিক্ষণার্থী পাইলট নিহত হয়েছেন বলে জানা গেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করীম শাম্মী জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে রসুলপুরের টেলকি ফায়ারিং জোনে মহড়ার সময় বিমান বাহিনীর এফ৭ প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
মধুপুর থানার এসআই ফখরুল ইসলাম বলেন, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রশিক্ষণার্থী উইং কমান্ডার আরিফ মারা গেছেন। এখন উদ্ধার কাজ চলছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে থাকা অবস্থায় বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর বিমানটি টুকরো টুকরো হয়ে যায়। যার অংশবিশেষ বনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।
আজ শুক্রবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শুক্রবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মধুপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জস্টিনা নখরেট বিষয়টি নিশ্চিত করেছেন। মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম বলেন, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলট মারা গেছেন বলে শুনেছি। তবে নিহতের নাম এখনও জানা যায়নি।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages