![]() |
একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম জেলাধীন বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পুর্ব বড়ঘোনার চকরিয়া খালীতে নব নির্মিত খদিজাতুল ক্বোবরা(সঃ) জামে মসজিদ শুভ উদ্বোধন করলেন বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
আজ ৯ নভেম্বর, শুক্রবার দুপুর ১২ টার সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গন্ডামারা ইউনিয়নের খাটকালী চকরিয়া খালীর নব নির্মিত খদিজাতুল ক্বোবরা(রঃ) জামে মসজিদে হাজির হয়ে পবিত্র জুম্মা নামাজের খুৎবা প্রদান পুর্বক জুমা জামাতের ইমামতি করার মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষের দির্ঘদিনের প্রত্যাশিত নব নির্মিত সুদৃশ্য জামে মসজিদটির উদ্বোধন ঘোষনা করেন।
এসময় অারো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক, মহিলা ভাইস চেয়ারম্যানের পক্ষে ওনার স্বামি বিশিষ্ঠ সমাজসেবক ও রাজনীতিবিদ মাওঃ মোকতার সিকদার, উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ এরশাদ, ডাঃ অালী হোছাইন, বিশিষ্ঠ সমাজসেবক মোরশেদুল অালম, মাওঃ হারুনর রশিদ, জামাল হোসেন, ছাত্রনেতা অাব্দুল করিম সিকদার, অানিছুর রহমান প্রমুখঃ
নবনির্মিত জামে মসজিদটির উদ্বোধন ঘোষনা করে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, এলাকার জনগনের সার্বিক সহযোগীতায় দৃষ্ঠিনন্দিত অাল্লাহর ঘর খদিজাতুল ক্বোবরা (রঃ) জামে মসজিদে যতদিন মুসল্লিরা নামাজ অাদায় করবেন, ততদিন অত্র এলাকার দ্বীনদার মানুষরা ছওয়াবের ভাগীদার হবেন। কাল কেয়ামতের কঠিন হিসাব নিকাশের দিনে অত্র মসজিদ এলাকার মানুষদের নাজাতের উছিলা হওয়ার জন্য তিনি মুনাজাত করেন।
একুশে মিডিয়া।
No comments:
Post a Comment