![]() |
একুশে মিডিয়া, মহিউদ্দীন, ঢাকা:
জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বঘোষিত বৃহস্পতিবারের সমাবেশ স্থগিত করা হয়েছে। তবে শুক্রবারের সমাবেশ হবে।
বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুলের বরাত দিয়ে বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
তিনি জানান, পূর্ব ঘোষিত রোডমার্চ আমরা স্থগিত করেছি। তবে শুক্রবারে রাজশাহীতে যথারীতি সমাবেশ হবে।
এর আগে মঙ্গলবার (৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৮ নভেম্বর রাজশাহীর উদ্দেশে রোডমার্চ এবং ৯ নভেম্বর সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment