![]() |
একুশে মিডিয়া প্রতীকী ছবি। |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে গোয়াল ঘরের ধর্ণার সাথে গলায় রশি পেঁচিয়ে সুমী বেগম (১৪) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহতের পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে।
জানা গেছে, আজ শনিবার ১৭ নভেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের রাম ডাকুয়া মহল্লার মেহেদী হাসানের স্ত্রী ও পৌরসভার সাবেক কাউন্সিলর নূর- আলমের পুত্রবধূ সূমী বেগম গোয়াল ঘরের ধর্ণার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। মৃত সুমী বেগম উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের নতুন দুলাল গ্রামের অবসরপ্রাপ্ত এলজিইডির চতুর্থ শ্রেণীর কর্মচারী শামছুল হকের কন্যা।
গত ৩ মাস আগে মেহেদী হাসান ও সুমী বেগম একে অপরকে ভালোবেসে বাল্য বিয়ে করে। এ নিয়ে পরিবারে বিবাদ চলে আসার এক পর্যায়ে সুমী শনিবার সন্ধ্যায় বাড়ির সবার অজান্তে গোয়াল ঘরের ধর্ণার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
মৃত সুমী বেগমের বড় ভাই শফিকুল ইসলাম অভিযোগের সুরে জানান, গত বৃহস্পতিবার তার ছোট বোন সুমী ধর্মপুর জেএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হবার পর সুমীকে জোর পূর্বক বাড়িতে নিয়ে যায় তার স্বামী মেহেদী হাসান। সুমীকে নিয়ে যাবার পর পূর্ব জের ধরে পরিবারের সবাই মিলে পাশবিক নির্যাতন করে হত্যা করার পর পরিকল্পিতভাবে সুমী বেগমের আত্মহত্যার নাটক সাজিয়ে প্রকৃত ঘটনা ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টা চালাচ্ছে।
এ ব্যাপারে হত্যা মামলা করবেন বলে শফিকুল ইসলাম জানান।
সুন্দরগনঞ্জ থানা অফিসার ইনচার্জ ( ওসি) এস,এম আব্দুস সোবহান একুশে মিডিয়াকে জানান, এ ব্যাপারে থানায় এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment