পাঁচবিবি'র মাদকসেবীরা মাদক সংকটে-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 7 November 2018

পাঁচবিবি'র মাদকসেবীরা মাদক সংকটে-একুশে মিডিয়া


সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
মাদক বিরোধী অভিযান জোরদার হওয়ায় জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার মাদক সেবীরা মাদক সংকটে ভুগছে। ভারতের সিমান্তঘেষা উপজেলা হওয়ায় অত্র এলাকা মাদক প্রবন। হাত বাড়ালেই পাওয়া যেত গাঁজা,ফেন্সিডিল,ইয়াবা,ব্রুপেনোরফিন ইঞ্জেকশন,এম্পল সহ বহুবিধ মাদক।
বিভিন্ন মাদকসেবীর সঙ্গে কথা বলে জানা গেছে,সর্বশ্রেণির মাদক সেবীদের নিকট সহজলভ্য হওয়ায় গাঁজা পূর্বে যেখানে দশ/কুড়ি টাকায় সহজেই পাওয়া যেত সেখানে বর্তমানে একশ টাকায় সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়েছে। পাঁচবিবি বাজারের মহাজের কলোনী মাদকের স্বর্গরাজ্য ছিল। এখন সেখানে কোন মাদক পাওয়া যায়না। কিছুদিন পূর্বেও ভ্রাম্যমান ভাবে মোবাইলে যোগাযোগ করে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতো মাদক ব্যবসায়ীরা। ক্রেতা সেজে অভিনব কায়দায় তাদেরকে আটক করার পর এখন অনেকটায় মাদক শূন্য পাঁচবিবি পৌর এলাকা।
মাদকের গোড়া ধরে প্রথমে টান দিয়েছিলেন পাঁচবিবির সাবেক নির্বাহী অফিসার মোঃ নূর উদ্দিন আল ফারুক ও  থানার সাবেক অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলম ও কিছুদিন পূর্বে বিদায়ী ওসি মোঃ ফরিদ হোসেনের নেতৃত্বে পাঁচবিবিতে এখনো মাদক অনেকটা নিয়ন্ত্রনে। পাঁচবিবি থানায় সদ্য যোগদান করা ওসি মোঃ বজলার রহমান মাদক নিয়ন্ত্রনে যথেষ্ট আন্তরিক।
পাঁচবিবির সচেতন মহল ও গার্জিয়ানদের প্রত্যাশা,পাঁচবিবিতে এভাবেই মাদক যেন নিয়ন্ত্রনে থাকে। স্কুল কলেজের ছেলেরা যেন থাকে নিরাপদে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages