![]() |
একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী রবিবার (১৮ নভেম্বর) থেকে শুরু। এসব কথা বলেছেন, দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার (১৬ নভেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ তথ্য জানান।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, প্রথম দিন মনোনয়ন ফরম বিক্রি হয় ১৩২৬টি, দ্বিতীয় দিন ১৮৯৬টি, তৃতীয় দিন ৪৮৮টি ও চতুর্থ দিন ৪০২টি।
তিনি আরও বলেছেন, প্রথম দিন রাজশাহী ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, আগামী ১৮ নভেম্বর দুটি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। পরে ধারাবাহিকভাবে পরবর্তী দিনগুলোতে অন্য বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। প্রথম দিন রংপুর বিভাগের পঞ্চগড় জেলার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন হবে।
রিজভী আরও বলছেন, এখন এ পর্যন্ত প্রায় ৪ হাজার মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে ২ হাজার মনোনয়নপত্র জমা পড়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মনোনয়ন প্রত্যাশীই শুধু থাকবেন। তবে সংশ্লিষ্ট জেলা ও মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদকরাও ওই সময় উপস্থিত থাকতে পারবেন।
গেল ১২ নভেম্বর থেকে মনোনয়নপত্র ফরম বিক্রি ও জমা নেয়া শুরু করে বিএনপি। শেষ হবে আজ শুক্রবার।
একুশে মিডিয়া/আরএ
No comments:
Post a Comment