![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে জোরালো চেষ্টা চালিয়ে যাচ্চেন, বিএনপির চেয়ারপারসনের খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপি মনোনীত চট্টগ্রাম সিটির সাবেক মেয়র এম. মনজুর আলম।
তার পক্ষে চাচাতো ভাই আবুল কালাম আজাদ ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
২০১০ সালে বিএনপির সমর্থন নিয়ে তিনবারের নির্বাচিত সাবেক মেয়র ও তারই রাজনৈতিক ‘গুরু’ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন মনজুর আলম।
মেয়র নির্বাচিত হওয়ার পর মনজুরকে বিএনপি খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলেও তাকে দলীয় কর্মসূচি ও সরকারবিরোধী আন্দোলনে তেমন দেখা যেত না।
পরবর্তীতে ২০১৫ সালে আবারও বিএনপির মনোনয়নে মেয়র পদে প্রার্থী হন মনজুর আলম, নির্বাচনে তিনি পরাজিত হন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment