![]() |
একুশে মিডিয়া, এম ডি হাফিজুর রহমান (সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি):
সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া উপজেলায় একশত সাতাশ (১২৭) বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। শনিবার (০৩ নভেম্বর ২০১৮ইং) দিবাগত রাতে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চাপাইনবাবগঞ্জ থেকে আসা এক ঢাকাগামী ন্যাশনাল ট্র্রাভেলস এ তল্লাশি চালিয়ে ফেন্সিডিল সহ জিনারুল (২২) নামে একজন কে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী চপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ থানার, পারতোলা গ্রামের মোঃ সাদিকুলের ছেলে ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান যে, আটককৃত জিনারুল এক মাদক ব্যবসায়ী। সে ঢাকা সহ বিভিন্ন এলাকায় মাদক সরবারহ করে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। রবিবার (০৪ নভেম্বর ২০১৮ইং) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment