![]() |
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
রবি ও পরবর্তী খরিপ ১/২০১৮-১৯ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, ভূট্রা, বোরোধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্য গুদাম চত্বরে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা সুলতান আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জুয়েল আরেং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশীদ, ভাইস চেয়ার আনোয়ারুল হক মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন ময়না প্রমূখ।
আলোচনা শেষে ৯৮৫ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। একুশে মিডিয়া রিপোর্ট।
No comments:
Post a Comment