স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলা জায়েজ। কথাটি কতটুকু সত্য?-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 9 November 2018

স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলা জায়েজ। কথাটি কতটুকু সত্য?-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ধর্ম বিষয়ক রিপোর্ট:
অনেকেই বলেন যে স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলা জায়েজ। কথাটি কতটুকু সত্য? সবাই এবিষয়ে জানতে আগ্রহ দেখান। মিথ্যা বলা হারাম, পরকালে মিথ্যা বলার সাজা হবে খুবই কঠোর। এমন কি শরীয়তের একটি মূলনীতি রয়েছে, ‘সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস ডেকে আনে। এত কঠিন বিধান থাকার পরও স্ত্রীর সাথে মিথ্যা বলা যাবে। তবে সেটা সব ক্ষেত্রে না। শুধুমাত্র মোহাব্বত ও ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে।
এ সম্পর্কে আল্লাহর রাসুল বলেছেন’ অন্তরে যে মহব্বত আছে তার চেয়ে বেশি প্রকাশ করা যাবে এবং এমন কথা বলবে যা দ্বারা উভয়ের হৃদ্যতা, অন্তরঙ্গতা ও আন্তরিকতা বৃদ্ধি পায় এবং স্থায়ী হয়। এ থেকে অকল্যাণ নয় বরং কল্যাণের সূচনা হয়।
সহীহ মুসলিম, হাদীস নং ৬৭৯৯; সুনানে আবু দাউদ, হাদীস নং ৪৯২৩; বাজলুল মাজহূদ ১৯/১৬২; ইমাম নববী, শরহে মুসলিম ৮/১৫৭।
নের ও রূপের বর্ণনা বাড়িয়ে বলা যাবে, তবে অন্য কোন বিষয় মিথ্যা বলা যাবে না।
একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages