![]() |
শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে কাতার প্রবাসীর হবু স্ত্রী বরের সাথে মোবাইলে কথা বলে তামান্না আক্তার (১৮) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে উপজেলার খারুয়া মুকুন্দ গ্রামে। এ ঘটনায় নিহতের পরিবার গফরগাঁও থানায় সাধারণ ডায়েরী করেছেন।
নিহতের পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খারুয়া মুকুন্দ গ্রামের তাইজুদ্দিন মন্ডলের মেয়ে তামান্না আক্তারের সাথে উস্থি ইউনিয়নের আঠপাড়া গ্রামের কাতার প্রবাসী আরিফ মিয়ার সাথে পারিবারিকভাবে চার মাস পূর্বে কাবিন হয়। কিন্তু আরিফ বিদেশে থাকায় কাবিন নামায় তার স্বাক্ষর নেওয়া হয়নি। কথা ছিল আরিফ দেশে আসার পর কাবিন নামায় তার স্বাক্ষর করবেন এবং ধর্মীয় রীতিতে বিয়ে পড়ানো হবে। এরপর থেকে নিয়মিত তামান্নার সাথে আরিফের মোবাইলে কথা হতো। বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে তামান্না তার হবু বর আরিফের সাথে মোবাইলে কথা বলছিল। হঠাৎ কথা বলা বন্ধ করে তামান্না নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ওরনা পেচিয়ে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজন খোঁজ পেয়ে তামান্নাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের পিতা তাইজুদ্দিন বাদী হয়ে গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
গফরগাঁও থানার ওসি আবদুল আহাদ খান বলেন, ‘কিশোরীর মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একুশে মিডিয়া রিপোর্ট।
No comments:
Post a Comment