![]() |
একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
বয়স ৮২, কিন্তু জীবনে কখনও ভোট দেননি। তবে যুক্তরাষ্ট্রের এবারের মধ্যবর্তী নির্বাচনে সেই ‘প্রথম’ ভোট দিয়েছিলেন গ্রাসি লু ফিলিপ্স নামের ওই নারী। ভোট দিলেও চূড়ান্ত ফলাফল জানা হয়নি তার। এর আগে গত সোমবার মারা যান এই নারী। খবর ওয়াশিংটন পোস্টের।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে মার্কিন নির্বাচনী ব্যবস্থার কারণে কোথাও কোথাও আগাম ভোট বা আর্লি ভোট অনুষ্ঠিত হয়। সেই আগাম ভোটেই গত বৃহস্পতিবার উত্তর টেক্সাস থেকে ভোট দেন ফিলিপ্স।
বয়স অনেক বেশি হওয়ায় অ্যাম্বুলেন্সে করেই ভোটকেন্দ্রে আসেন। মুখে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায় ফিলিপিন্সে থাকে ব্যালট পেপার নিয়ে আসেন পোলিং কর্মীরা। পরে ভোট দেয়ার পর তিনি বলেন, আমি ভোট দিয়েছি!
ফিলিপ্সের পরিবার জানায়, ভোট দেয়ার ব্যাপারে ভুল ধারণা এবং তার মতামতের কোনও মূল্য নেই এমন বিশ্বাস থেকে তিনি কখনও ভোট দেননি।
কিন্তু তার জামাতা জেফ গ্রিফিথ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ভোট দেয়াটা ফিলিপ্সের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে এবং এই নির্বাচনে তিনি ভোট দিতে চেয়েছিলেন।
তাই এত অসুস্থ থাকার পরও বৃহস্পতিবার গ্র্যান্ড প্রেইরি থেকে জীবনে প্রথমবার ভোট দেন তিনি।
এর চারদিন পর সোমবার মারা যান ফিলিপ্স।
গ্রিফিথ বলেন, তার শাশুড়ি ভোট দেয়ার জন্য নিবন্ধন করেন কিন্তু এরপর নিউমোনিয়া এবং পচন রোগে আক্রান্ত হন। তারপরও হাসপাতালে থাকাবস্থায়ও তিনি নির্বাচন নিয়ে তার আগ্রহ প্রকাশ করেন।
‘তিনি জানতে চান, আমি কী কোনোভাবে ভোট দিতে পারি না? তারা কী মানুষজনকে হাসপাতাল থেকে ভোট দিতে দেয় না?’, বলেন গ্রিফিথ। তিনি আরও বলেন, এটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে বাসায় ফেরার পরও ভোট দেয়ার ব্যাপারে জোরাজুরি করতে থাকেন। অনলাইন সূত্র একুশে মিডিয়া।
No comments:
Post a Comment