![]() |
এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি:
যশোরের শার্শায় একটি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলিসহ বাবর আলী মোড়ল (৩৫) নামে এক একাধিক মামলার আসামীকে আটক করেছে পুলিশ। আটক বাবর আলী শার্শার কন্যাদাহ উত্তরপাড়া গ্রামের মৃত দুখে মোড়লের ছেলে।
শাশা থানার ভারপ্রাপ্ত কর্মকার্ত (ওসি) একুশে মিডিয়াকে জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার সময় এস,আই সৈয়দ বখতিয়ার রহমান, সমির কুমার হোড়, এবং এ,এস,আই কবীর হোসেন, কমরুল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চটকাপোতা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী বাবর আলী মোড়ল কে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। সে এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী। এ ব্যাপারে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
No comments:
Post a Comment