![]() |
একুশে মিডিয়া, ফরিদা ইয়াছমিন, চট্টগ্রাম থেকে:
চট্টগ্রামে অনুষ্ঠিতব্য মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদযাপন পরিষদ-২০১৮ গঠন করা হয়েছে। এবার ৩০তম বিজয় মেলার আয়োজন করা হচ্ছে। মেলার আয়োজন উপলক্ষে গঠিত পরিষদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীকে চেয়ারম্যান,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেমকে কার্যকরী চেয়ারম্যান ্এবং চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদকে মহাসচিব করে এই পরিষদ গঠিত হয়েছে। পরিষদে কো-চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ড মো. শাহাবুদ্দিনকে অন্তর্ভুক্ত করে প্রাথমিক ভাবে ১০ জনের পর্ষদ র্নিধারণ করা হয়েছে বলে জানা গেছে।
এবছর মেলা উদযাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ বিকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের বিজয় মেলা উদযাপন পরিষদের কার্যালয়ে মেলা আয়োজনের কার্যক্রম শুরু হয়েছে।
No comments:
Post a Comment