একুশে মিডিয়া, লাইফ রিপোর্ট:
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী, সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি
আজ বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ২০১৮ইং আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও বৃহস্পতি। ২৯ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর চন্দ্রর প্রভাব স্পষ্ট।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
আপনার শুভ সংখ্যা: ২,১১,২০,২৯।
আপনার শুভ বর্ণ: হলুদ ও সাদা।
শুভ গ্রহ ও বার: সোম ও বৃহস্পতি।
শুভ রত্ন: পোখরাজ ও মুক্তা।
আপনার শুভ বর্ণ: হলুদ ও সাদা।
শুভ গ্রহ ও বার: সোম ও বৃহস্পতি।
শুভ রত্ন: পোখরাজ ও মুক্তা।
চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র কর্কট রাশিতে, সকাল: ১০:৫১ থেকে সিংহ রাশিতে অবস্থান করবে। ৭মী তিথি রাত:১০:১০ থেকে ৮মী তিথি চলবে।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): আজ মেষ রাশির জাতক/জাতিকার দিনটি প্রত্যাশিত কাজে অগ্রগতির। সকাল সকাল মায়ের সাথে কোনো কারণে ভুল বোঝাবুঝি দেখা দেবে। রোমান্টিক বিষয়ে কিছু দুশ্চিন্তায় ভুগতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বৃদ্ধি পেতে পারে। সন্তানের সাথে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বৃদ্ধির সুযোগ আসবে।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): বৃষ রাশির জাতক/জাতিকার সকালের দিনটি ভালো যাবে না। সকালের দিকে ছোট ভাই-বোনের সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে। সকালের দিকে সাংবাদিক ও সাহিত্যিকদের কাজে বাধা-বিপত্তি দেখা দেবে। সাংসারিক কাজে সাফল্য পাবেন। জমি জমা ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো সাফল্য আসতে পারে।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির জাতক/জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। খুচরা বিক্রয়ের ক্ষেত্রে ভালো আয় রোজগার হতে পারে। বিদেশি পণ্য বিক্রেতাদের দিনটি ভালো যাবে। ছোট ভাই-বোনের কর্মসংস্থানের যোগ প্রবল। প্রতিবেশীর সাহায্য পেতে পারেন। সাংবাদিক ও সাহিত্যিকদের কাজের চাপ বাড়তে পারে। মানি এক্সচেঞ্জ ও বিকাশ এজেন্সি ব্যবসায় সামান্য আয় রোজগার হতে পারে।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): আজ কর্কটের জাতক/জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো ভালো ঘটনা ঘটতে পারে। বৈদেশীক ব্যবসায় আয় রোজগার বৃদ্ধি পাবে। খুচরা ও পাইকারি ব্যবসায় ভালো আয় রোজগার হতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। বকেয়া টাকা আদায়ের সুযোগ পেয়ে যাবেন।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
সিংহ রাশি (২১ জুলাই - ২১ আগস্ট): আজ সিংহ রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে। সাংসারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে। সকালের দিকে দূরের যাত্রার সুযোগ পেতে পারেন। কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। রাজনৈতিক কাজে অগ্রগতি হবে। প্রভাবশালী নেতার সাহায্য পেতে পারেন। অংশীদারি কাজে আশানুরুপ লাভবান হবেন।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর): আজ কন্যার জাতক/জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। প্রবাসী বড় ভাই বা বন্ধুর কাছ থেকে আর্থ পেতে পারেন। ব্যবসায়ীক ক্ষেত্রে বকেয়া টাকা আদায়ের যোগ প্রবল। ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিদেশ যাত্রার যোগ বলবান। বৈদেশিক বাণিজ্যে ভালো আয়ের সুযোগ আসবে। প্রবাসীদের কর্মস্থলে সাফল্য আসতে পারে।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): আজ তুলা রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে। বিদেশী কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়ে যেতে পারেন। ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। ঠিকাদারী কাজে কিছু বাধা-বিপত্তির সম্মুখীন হতে পারেন। বড় ভাই এর কাছ থেকে কিছু অর্থ সাহায্য পেতে পারেন। বন্ধুর সাথে কোনো ব্যবসায়ীক আলোচনায় সাফল্য পাবেন।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক/জাতিকাদের দিকে ভাগ্য উন্নতির সুযোগ পেয়ে যাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে সকাল সকালই সময় ভালো থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো পরীক্ষা চলতে পারেন। দুপুরের দিকে সময় কিছুটা বলবান থাকবে। কর্মলাভের যোগ বলবান। সরকারী চাকরিজীবীদের কাজে আয় উন্নতি বৃদ্ধি পাবে। রাজনৈতিক নেতাকর্মীরা কিছুটা হতাশ হতে পারেন। চলতে হবে।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে না। সকাল সকাল পাওনাদারের আগমন হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। বৈদেশিক কাজে ভালো আয় রোজগার হতে পারে। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। আমদানি ও রপ্তানি ব্যবসায়ীদের ভালো আয় রোজগার হতে পারে।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি): মকর রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে না। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাথে কলহের আশঙ্কা প্রবল। অংশীদারি ব্যবসায় সকালের দিকে ভালো আয় রোজগার হতে পারে। দুপুুরের দিকে বাড়িতে পাওনাদারের আগমন হতে পারে। ব্যাংক ঋণ সংক্রান্ত চাপে পড়তে পারেন। রাস্তাঘাটে সতর্ক হতে হবে।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক/জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে কিছুটা অসুস্থ হতে পারেন। কর্মস্থলে কোনো বিরুপ পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সহকর্মীরা আপনার কাজে কিছুটা বাধা সৃষ্টি করবে। দুপুুরের পর ব্যবসায়ীরা ভালো আয় রোজাগার করতে পারবেন। অংশীদারি কাজে আপনার অগ্রগতি আশা করা যায়। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ): মীন রাশির জাতক/জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে বিদ্যার্থীরা ভালো করতে পারবেন। সন্তানের সাফল্যে আনন্দ বৃদ্ধি পাবে। কর্মস্থলে সহকর্মীদের সাথে কোনো ঝামেলায় না জড়ানোই ভালো। শারীরিক দিক কিছুটা খারাপ যেতে পারে।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
No comments:
Post a Comment