একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
নিজেদের কারণে মনোনয়ন ফরম জমা দিতে পারেনি বিএনপি নেতারা- এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেছেন, ‘এটা তাদের ইন্টারনাল বিষয়। আমি যতদূর জানি তাদের মধ্যে দু’জন আছে তাদের কাঙ্খিত জায়গায় থেকে মনোনয়ন পায়নি বলে তারা মনোনয়ন জমা দেয় নি। আর মির্জা আব্বাস সময়মত মনোনয়ন জমা দেয় নি। নির্বাচন কমিশন তাই মনোনয়ন জমা নেয় নি। বিএনপি মনগড়া অভিযোগ করলে তো হবে না।’
তিনি আরও বলেছেন, তাদের (বিএনপির) ভিতরে জগাখিচুড়ি অবস্থা বিরাজ করছে। সব নেতারা এখন মির্জা ফখরুলের কন্ট্রোলের বাইরে। এছাড়া ঐক্যফ্রন্টও এখন ঐক্যবদ্ধ নয়।
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের হয়রানি করা হচ্ছে এমন অভিযোগের জবাবে ওয়াবাদুল কাদের বলেন, তথ্য প্রমাণ দিয়ে বলুন কোথায় কোথায় আপনাদের প্রার্থীকে বাধা দেয়া হচ্ছে? তাহলে নির্বাচন কমিশন তার ব্যবস্থা নিবে। অন্ধকারে ঢিল ছোড়া তাদের পুরোনো অভ্যাস।
জামায়াতের ভেতরও মুক্তিযোদ্ধা আছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপির দৃষ্টিতে তারা সবাই মুক্তিযোদ্ধা। তাদের ব্যাখ্যা বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধের মহানায়ক নয়।
বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত শাকিলা ফারজানা প্রসঙ্গে বলেন, ফারজানা কি জঙ্গির সাথে জড়িত নয়? ফারজানা যদি জঙ্গি না হয় তাহলে জঙ্গি কে? বিএনপি যাদের মনোনয়ন দিয়েছে তাদের অনেকেই জঙ্গিদের সাথে জড়িত।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘বিএনপি তথা ঐক্যফ্রন্ট তারা নির্বাচনে আসবে আমরাও এটা চাই। কারণ আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। যদি নির্বাচনে না এসে বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হয়ে গেছে তাহলে হবে না। অবশ্য তারা নির্বাচনে না আসলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে সেটা তারাও জানেন।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, আহম্মদ হোসেন, বিএম মোজাম্মেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুব, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment