![]() |
মো:জহরুল ইসলাম (জীবন), হরিপুর ঠাকুরগাও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলামের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৫নভেম্বর বিকেল ৩টার দিকে হরিপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ শোক সভায় হাজারো মানুষের সমাগম হয়।
উক্ত শোকসভার শুরুতে বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
হরিপুর উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পালের সভাপতিত্বে শোক সভাটি পালিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও ঠাকুরগাও-৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, জেলা আ'লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট নাসির, জেলা কৃষক লীগ সম্পাদক পাবারুল ইসলাম, হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মরহুমের ঘনিষ্ট সহচর মোঃ নুরুল ইসলাম এবং বালীয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোজাফ্ফর আহমেদ মানিক, মরহুম আমিনুল ইসলামের কনিষ্ঠ পুত্র হরিপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাইয়ুম পুষ্প, জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিনা ইসায়মিন রিপা, হরিপুর যুব মহিলা লীগের সভাপতি শিখা রহমান। হরিপুর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, রানীশংকৈল উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এস,কে মাসুদ রানা, প্রবীণ রাজনীতিবিদ, অধ্যাপক করিমুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায় প্রমুখ।
শোক সভাটি পরিচালনা করেন হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
এর আগে, গত ১৩ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১০টায় হরিপুর উপজেলার বকুয়া গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ আমিনুল ইসলাম। পরদিন পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন করা হয়। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment