![]() |
একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, নির্বাচন কমিশন নির্বাচন যে ৭ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছেন সেটা অন্যায় এবং সরকারের আহ্বানে নির্বাচন পেছানো হয়েছে।
মঙ্গলবার ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন কমিশন ঠিক চলছে না। আমরা তো এক মাস চেয়েছি। দেশের মানুষ এক মাস পেছানোর কথা বলেছে। দেশ সম্পূর্ণ অনিয়মে চলছে। আমরা সেটা নিয়মে আনতে চাই।
তিনি বলেন, আমার সন্দেহ হয় প্রধান নির্বাচন কমিশনার ভালোভাবে নির্বাচন করতে পারবেন কিনা। প্রত্যেকটি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নেয়া হয়। কিন্তু এই নির্বাচন কমিশন সেটা করেনি।
চলমান রাজনীতি নিয়ে আলোচনা করতে আজ দুপুর ১২টায় ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়।
ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
একুশে মিডিয়া/এইউ
No comments:
Post a Comment