![]() |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন ঢাকা (মেট্রো-ব-১৪-৩৯৪০) যাত্রীবাহী বাস শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে পলাশবাড়ীর খাদ্য গুদাম এলাকায় ব্যাটারি চালিত একটি অটোভ্যানকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোভ্যান যাত্রী জোবেদা বেওয়া (৭০)'র মৃত্যু হয়। নিহত জোবেদা পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের মৃত ফয়জাল মিয়ার স্ত্রী ও ইউপি সদস্য লালমিয়ার মা।
এ সময় আহত হন ইজিবাইকের চালক জনি মিয়া গুরতর আহত হয়। তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দূর্ঘটনায় কবলিত বাস ও ইজিবাইক টি উদ্ধার করে থানা পুলিশ। অপরদিকে,সকাল ১০ টার দিকে রংপুর ঢাকা মহাসড়কের জিসান ফিলিং স্টেশনের সামনে অটো ভ্যানের ধাক্কায় আঃ রাজ্জাক (৪৫) গুরতর আহত হয়েছে। আহতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment