![]() |
একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট
লেখক: কবি রাহুল বড়ুয়া:
কেউ বাঁধা দিতে এলো না, কি অদ্ভুত ব্যাপার!
শকুনেরা মিছিল বের করেছিলো রাজপথে,
পেট্রোল,কেরোসিন,গান পাউডার সবার হাতে হাতে,
শত শত বছরের প্রাচীন প্রার্থনা ঘর গুলো,
গুড়িয়ে দিলো ধর্ম অবমাননার কথা তুলে,
হাজার বছরের সম্প্রতি ঝলসে যায় এসিড নিক্ষেপে।
দাউ দাউ করে ঘরে ঘরে আগুন জ্বলে,
নেতাকর্মীরা দেখতে যায় রাজনীতির ছলে।
আমরা নীরব ছিলাম অশ্রুসজল চোখে,
কিন্তু প্রতিবাদ করিনি কিংবা বিচারের দাবিও করিনি,
তবে মোমবাতি জ্বালিয়ে শান্তি কামনা করেছি।
আমরা শুধু হতাশ হয়েছি বিশ্বাস ভেঙ্গেছে বলে,
অদ্ভুতকাণ্ডে রক্তক্ষরণ হয়েছে হৃদয়ে,
ক্ষরণ হওয়া রক্ত বঙ্গোপসাগর পেরিয়ে,
ভারত মহাসাগর পর্যন্ত গড়িয়েছে।
চিতার আগুন নিভে যায় সাতদিন পরে,
বুকের মাঝে জ্বালিয়ে দেওয়া আগুন কতকাল পরে??
আমরা বিচারের দাবি করিনি,প্রতিবাদ সমাবেশও করিনি,
তবে মোমবাতি জ্বালিয়ে শান্তি কামনা করেছি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment