ভোলায় স্কুল হলো ‘বাল্য বিবাহ মুক্ত-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 6 November 2018

ভোলায় স্কুল হলো ‘বাল্য বিবাহ মুক্ত-একুশে মিডিয়া


মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
ভোলার সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়কে ‘বাল্যবিবাহ মুক্ত’ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে স্কুলের হল রুমে স্কুলের কয়েক শতাধিক শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, ইউপি সদস্যদের উপস্থিতে বিদ্যালয়কে বাল্যবিবাহ মুক্ত স্কুল ঘোষণা করেন স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।
কোস্ট ট্রাস্ট এর সম্মিলিত শিশু বিবাহ প্রতিরোধ কর্মসূচি (আইইসিএম) প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের সহায়তায় স্কুলটিতে গত কয়েক বছর ধরে কোনো শিশু বিবাহ না হওয়ায় ও আগামীতে কোনো শিক্ষার্থীর যাতে বাল্য বিয়ে না হয় তার জন্য বাল্য বিয়ে মুক্ত বিদ্যালয় ঘোষণা করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন-আইইসিএম প্রকল্পের ট্রেনিং অ্যান্ড মনিটরিং অফিসার মো. মনিরুজ্জামান,অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া অফিসার আদিল হোসেন তপু, এসএমসি সদস্য মো. হোসেন, সাবেক ইউপি সদস্য মো. ফারুক, নারী ইউপি সদস্য মনোয়ারা বেগম, সহকারী শিক্ষক মাহাবুব আলম প্রমুখ।
শপথ বাক্যেও মাধ্যমে শিক্ষার্থীরা অঙ্গিকার করে বলেন- আমাদের বিদ্যালয়ে কোনো বাল্য বিবাহ হতে দেব না, শিশুদের ওপর কোনো নির্যাতন হতে দেব না। কোনো মেয়েকে ইভটিজিং ও যৌন হয়রানি হতে দেখলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে প্রতিরোধ গড়ে তুলব। বাল্য বিবাহ প্রতিরোধে সরকারি আইন মেনে চলব। আগামী দিনের শিশুদের নিরাপদ বাসযোগ্য করার জন্য “যেখানেই শিশু বিবাহ দেখব সেখানেই প্রতিরোধ করব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি আসুন সবাই মিলে ঐক্য গড়ি বাল্য বিয়ে মুক্ত সমাজ গড়ি। এছাড়াও ইউনিয়নের সকল শিশুকে শারীরিক ও মানসিক নির্যাতনের হাত থেকে রক্ষা করার কথাও বলেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages