![]() |
একুশে মিডিয়া, ষ্টাপ রিপোর্টার-ঢাকা:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।
শুক্রবার (১৬ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মনিরুল বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে অপরাধ সংগঠিত হলে ব্যবস্থা নেব।’
তিনি জানান, নির্বাচন বানচালে জঙ্গি হুমকি বা নির্বাচন সামনে রেখে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment