![]() |
একুশে মিডিয়া, গোলাম রাব্বী জয়পুরহাট প্রতিনিধি:
০৪ নভেম্বর, ১৮, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ আসনের তৃর্ণমুল নেতা-কর্মী ও সাধারন ভোটারদের সাথে স্থানীয় সংসদ সদস্যের জবাবদিহি মূলক বিশাল সমাবেশ শনিবার বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এ আসনের সাধারন ভোটাররা বিভিন্ন সমস্যার কথা প্রশ্ন করলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেন এবং এসব সমস্যা সমাধানের আস্বাস দেন স্থানীয় সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এ সময় কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, জেলা আওয়ামীলীগ নেতা এ্যাডঃ মোমেন আহমেদ চৌধরী, গোলাম হোক্কানি, জাকির হোসেন, কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র খন্দকার হালিমুল জন, ও পুনট ইউপি চেয়ারম্যান আব্দুল ক্দ্দুুস ফকির উপস্থিত ছিলেন, জয়পুহাট পৌরসভাৱ মেয়ৱ মোস্তাফিজুৱ রহমান মোস্তাক সহ উন্যানৱা
No comments:
Post a Comment