এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি:
শুক্রবার সকালে যশোরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন মেয়ে ও এক ছেলে প্রসব করেন মীরা খাতুন (২৩)। তারা সবাই সুস্থ রয়েছে। গাইনি বিশেষজ্ঞ নিকুঞ্জবিহারী গোলদার এই অস্ত্রোপচার করেন।
প্রসূতির বাবা ওলিয়ার রহমান জানান, বছর দুই আগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা-ত্রিলোচনপুর এলাকার তবিবর রহমানের ছেলে মাহবুবুর রহমান সবুজের সঙ্গে তার মেয়ে মীরা খাতুনের বিয়ে হয়। জামাই একটি ওষুধ কোম্পানিতে কর্মরত। গর্ভধারণের পর থেকেই মীরা ডাক্তার নিকুঞ্জবিহারীর তত্ত্বাবধানে ছিলেন। আজ অপারেশনের মাধ্যমে তিনটে মেয়ে এবং একটি ছেলেশিশুর জন্ম হয়েছে।
ডাক্তার নিকুঞ্জবিহারী গোলদার জানান, এক ঘণ্টার বেশি সময় ধরে অপারেশনের মাধ্যমে চারটি শিশুকে পৃথিবীর আলোবাতাসে আনা হয়। প্রসূতি ও বাচ্চারা সবাই ভালো আছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment