![]() |
একুশে মিডিয়া, মো: রাজিব শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধি:
‘জেগেছে যুব’গড়বে দেশ’বঙ্গবন্ধুর বাংলাদেশ, এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার পালিত হয়েছে জাতীয় যুব দিবস।দিবসটি উপলক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়জনে র্যলি ও আলচনা সভার আয়েজন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় একটি র্যলি উপজেলা চত্তর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অফিসার্স ক্লাবে আলচনা সভায় মিলিত হয়।অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেন উপস্থিত ছিলেন উপঝেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্ ই আলম বাচ্চু।উপজেলা নির্বহী অফিসার মো:কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিষেশ অথিতি ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মেজবাহ উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার।অন্যান্যেও মধে আলচনা করেন যুব উন্নায়ন অফিসার রতন কৃষœ দাস,উপজেলা শিক্ষা াফিসার আশিষ কুমার নন্দী,প্রেস ক্লাবের সগ-সভাপতি গনেশ পাল,এশটি বাড়ী এশটি খামার সমন্বয়কারী ফ্রভাশ চন্দ্র মন্ডল,পল্লী দারিদ্র বিমোচন অফিসার মৃলেশ কান্তি মজুমদার,তরুন সংঘের সভাপতি মো.খলিলুর রহমান,যুব ও যুব মহিলাদেও মধ্যে মাসুম বিল্লাহ ও সেপালি আক্তার লাখি।আলোচনা শেষে জন প্রতি ৬০ হাজার টাকা করে ৩ জনের মাঝে যুবরৃনের চেক বিতরন করেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. নাসির উদ্দিন।
No comments:
Post a Comment