![]() |
মোঃ শাহরিয়ার কবির আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি:
বৃহস্পতিবার ৮ নভেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষনাকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ। বিশেষ ডিউটিতে নেতৃত্বদেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সি ও ইন্সপেক্টর তদন্ত মোস্তাফিজ দেওয়ান। সঙ্গে ছিলেন একঝাঁক চৌকস এসআই, এএসআই ও সঙ্গীয় ফোর্স।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণাকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা বা কোন প্রকার সন্ত্রাসী কযকলাপ ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং সম্ভাব্য যেকোন পরিস্থিতি মোকাবেলায় পলাশবাড়ী থানা পুলিশের এ বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।
উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় পলাশবাড়ী থানা পুলিশের পুলিশ পিক আপ ও প্রায় ২৫/৩০ টি মোটরসাইকেলযোগে এ বিশেষ মহড়া শান্তিপ্রিয় পলাশবাড়ীবাসীসহ সচেতন মহলে বেশ সাড়া ফেলেছে।
পুলিশের এ বিশেষ মহড়ায় প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন, ওই মহলসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীমহল এবং বিভিন্ন শ্রেণীপেশার লোকজন ও আমজনতা। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment