একুশে মিডিয়া, মোঃ শাহরিয়ার কবির আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি:
১,গাইবান্ধা-৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মনোনয়ন প্রত্যাশী আজিজার রহমান বিএসসি,তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। সাদুল্যাপুর উপজেলার নির্ভূত পল্লীগ্রামে আজিজারের বাড়ি।
আজিজার রহমানের মোটরসাইকেল কিংবা অন্য কোনো ভারী যান বাহন না থাকলেও,আছে একটি নিজস্ব পুরাতন বাইসাইকেল। নির্বাচনী প্রচার-প্রচারণা উপলক্ষে কিনেছেন একটি হ্যান্ডমাইক। প্রতিদিন সকালের অন্তত নাস্তা সেরে নেন, এরপর গায়ে কোর্ট,গলায় টাই আর গামছা পেঁচিয়ে হ্যান্ডমাইক গলায় বেধে বাইসাইকেলের প্যাডেল চালিয়ে গণসংযোগের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েন আজিজার।
এ আসনের বিভিন্ন হাট-বাজার ও গ্রাম-গঞ্জে প্রতিদিন ৫/৬টি পথসভা করেন বলে জানা গেছে। এছাড়াও তার নির্বাচনী ইস্তেহার হিসেবে লিফলেট বিতরণও চলমান রয়েছে। সেই সাথে নির্বাচনী এলাকার প্রতিটি রুটে ব্যানার-ফেস্টুন ও পোষ্টার লাগিয়ে সাজিয়ে রেখেছেন মাঠঘাট। সম্ভাব্য এই এমপি প্রার্থী আজিজার রহমানের নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য কোন কর্মী বাহিনী না থাকায় নিজ হাতেই ব্যানার-ফেসটুন ও পোষ্টার লাগানোসহ একাকী পথসভা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। এভাবে প্রতিদিন বাইসাইকেল আর হ্যান্ডমাইক গলায় বেধে জনসংযোগে মাঠ চষে বেড়াচ্ছেন আজিজার রহমান। ক্ষমতাসীন দল আওয়ামী'লীগের মনোনয়ন প্রত্যাশী এই আজিজার রহমান সাদুল্যাপুর উপজেলার দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের মৃত রজ্জব মন্ডলের ছেলে। আওয়ামী'লীগের দলীয় পরিচিতি হিসেবে ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। সম্ভাব্য এমপি প্রার্থী আজিজার রহমান বলেন,আমি প্রায় দুইবছর আগে ঘুমের মাঝে স্বপ্ন দেখি যে,জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছি। সেই স্বপ্ন পূরণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩১, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসন থেকে ক্ষমতাসীন দল আওয়ামী'লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। এ লক্ষ্যে প্রায় এক বছর ধরে মাঠে-ময়দানে গণসংযোগ করে সরকারের উন্নয়নের বার্তা জণগনের কাছে পৌছে দিতে সক্ষম হয়েছি।সেই সাথে সাদুল্যাপুর-পলাশবাড়ী উপজেলার জলাবদ্ধতা,বেকারত্ব সহ সকল সমস্যা চিহ্নিত করতে সক্ষম হয়েছি।সেই সাথে মনোনয়ন পেতে দলীয় হাইকমান্ডে যোগাযোগ অব্যাহত রেখেছি। আমি মনোনয়ন পাব বলে আশাবাদী। তিনি আরও বলেন,সম্প্রতি সাধারণ ভোটারের মাঝে ব্যাপক সাড়া উঠেছে। বর্তমানে আমাকে সবাই আজিজার এমপি বলে ডাকেন এবং সবাই আমাকে এমপি হিসেবে দেখতে চান। এ বিষয়ে এলাকাবাসী জানায় আজিজার একজন নির্বাচন পাগল নৌকা পাগল মানুষ। তাকে বিভিন্ন হাটে বাজারে পথে ঘাটে হ্যান্ডমাইক নিয়ে বিভিন্ন সময় নৌকা ও আওয়ামী'লীগ সরকারের উন্নয়ন প্রচার প্রচারণা চালাতে দেখা যায়।
No comments:
Post a Comment