ভোলায় ‘কালেমার জামাত’ আমিরের বিচার দাবিতে বিক্ষোভ।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 24 November 2018

ভোলায় ‘কালেমার জামাত’ আমিরের বিচার দাবিতে বিক্ষোভ।একুশে মিডিয়া


মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
ভোলার চরফ্যাশনে ‘কালেমার জামাত’ সংগঠনের আমির আব্দুল মজিদকে গ্রেফতারের দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসল্লিরা।
উপজেলার নুরাবাদ ইউপির সামনে থেকে মিছিলটি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দুলারহাট বাজারে গিয়ে শেষ হয়। পরে নজরুল ইসলাম অ্যাভিনিউ চত্বরে সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন দুলার হাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রুহুল অমিন মিয়া, ফখর উদ্দিন জসীম, নজরুল ইসলাম রিপন, মাওলানা আব্বাস উদ্দিন, মো. শামিম হোসেন প্রমুখ।
এসময় বিক্ষোভকারীরা ভণ্ড প্রফেসর আবদুল মজিদের ফাঁসিসহ তার অপকর্মে সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চরফ্যাসন থানার ওসি মো. এনামুল হক জানান, এ ব্যাপারে সুনিদিষ্ট কোনো অভিযোগ আসেনি। আসলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
প্রফেসর আবদুল মজিদ এক সময় তাবলিগ জামাতের সঙ্গে জড়িত থাকলেও ১৯৯৭ সালে গঠন করেন কালেমার জামাত নামে একটি সংগঠন। যে সংগঠনের আমির বা কমান্ডার হলেন তিনি। আলেম ওলামাদের সঙ্গে সম্পৃক্ত না থেকেও মনগড়া ও বির্তকিত ফতোয়া দেন তিনি। তার সংগঠনের সদস্যদের দেশের বিভিন্ন প্রান্তে ছদ্ধবেশে পাঠিয়ে তার কালেমার জমাতের প্রচার এবং সদস্য সংগ্রহের কাজ করে থাকে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages