![]() |
একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভব্য প্রর্থীরা আগাম নির্বাচনী প্রচার সমগ্রী নিয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, আগামীকালের (রোববার) মধ্যে ব্যানার, ফেস্টুন না সরালে সোমবার থেকে আইনী ব্যবস্থা নেয়া হবে।
আজ শনিবার (১৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের কাজির দেউরীতে একাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে তিনি এসব কথা বলেছেন।
নির্বাচন আর পেছানো হবে না উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘১৮ তারিখের মধ্যে যদি পোস্টার-ব্যানার সরিয়ে ফেলা না হয়, তাহলে ১৯ তারিখ থেকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান এবং সন্ত্রাসীদের ধরার জন্য ইতোমধ্যে আইজিপিকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান হেলালুদ্দীন আহমদ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment