![]() |
একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
৩দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
আগামীকাল শনিবার (১০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাত ৯ইউএই)’র উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সেনাপ্রধান। সফর শেষে তিনি ১৪ নভেম্বর (বুধবার) দেশে ফিরবেন।
সফরকালে তিনি ইউএই’র সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও ল্যান্ড ফোর্সেস কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়াও সেনাপ্রধান আল-হামরা কম্ব্যাট ট্রেনিং সেন্টার পরিদর্শন করবেন।
জেনারেল আজিজ আহমেদ প্রথম বাংলাদেশি সেনাপ্রধান যিনি সংযুক্ত আরব আমিরাত সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে সফরে যাচ্ছেন।
সেনাপ্রধানের এ সফরের মধ্য দিয়ে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষীক সর্ম্পক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরও বেগবান হবে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment