![]() |
এম ডি হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে অটোভ্যান গাড়ীর চাপায় সুমিত দাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ নভেম্বর ১৮ইং) দুপুরের দিকে উপজেলার চালা ক্ষিদ্রমাটিয়া আঞ্চলিক সড়কে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমিত (৪) পৌর এলাকার চালা মহল্লার সুমন দাসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু সুমিত তার ঠাকুমার সঙ্গে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অটোভ্যান শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা অটোভ্যানটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
বেলকুচি থানার অফিসার ইন-চার্জ (তদন্ত) নুরে আলম একুশে মিডিয়াকে জানান, দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment