![]() |
একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ৮ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষনার পর থেকে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার প্রধান সড়কসহ সর্বত্র সার্বক্ষনিক পুলিশি টহল বৃদ্ধি পেয়েছ। তফসিল ঘোষণা কে সামনে রেখে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সতর্কাবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
নির্বাচন কমিশনের নির্দেশনার পর থেকেই বাঁশখালীতে টহল দিতে দেখা যায় পুলিশ সদস্যদের। বিভিন্ন স্থানে সতর্ক প্রহরায় দেখা যায় টহল ও থানা পুলিশ সদস্যদের। আজ ৯ নভেম্বর, শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন এর নেতৃত্বে বাঁশখালীর চাঁদপুর থেকে শুরু করে টইটং পর্যন্ত পুরো প্রধান সড়ক জুড়ে চলছে পুলিশের বিশেষ মহড়া। হঠাৎ পুলিশের তৎপরতা বৃদ্ধি দেখে জনমনে উদ্বিগ্নতা সৃষ্ঠি হয়েছে। যদিও বাঁশখালীর কোথাও অপ্রিতীকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, যে কোন বিশৃঙ্খলা ঠেকাতে বাঁশখালী থানা পুলিশ সর্বদা প্রস্তুত। তিনি অারো জানান, বাঁশখালীতে অাইন শৃংখলার বিঘ্ন সৃষ্ঠি হয় এমন কোন পরিস্থিতি বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা। ওসি কামাল হোসেন বাঁশখালীর অাইন শৃংখলা রক্ষায় দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
একুশে মিডিয়া।
No comments:
Post a Comment