বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশন শতভাগ প্রস্তুত-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 7 November 2018

বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশন শতভাগ প্রস্তুত-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
আগামীকাল বৃহস্পতিবার (৮ নভেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশন শতভাগ প্রস্তুত রয়েছে। বললেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
বুধবার বিকেলে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হেলালুদ্দীন বলেন, আওয়ামী লীগ তফসিলের আগে আর কোনও দলের সঙ্গে নির্বাচন কমিশনকে সংলাপ না করার পরামর্শ দিয়েছে। এছাড়া নির্বাচনে বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব না দিতেও দাবি জানিয়েছে।
তফসিলের পর ডিসি-এসপিসহ সরকারি কর্মকর্তাদের বদলি করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এ বিষয়ে এখনও কোনও আলোচনা হয়নি।
সচিব বলেন, তফসিল ঘোষণার পর যদি কোনও দল বা কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বৈঠক করে।
বেলা ১১ টায় নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের ১৫ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন।
বিকেল ৪টায় এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের ১৬ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসে।
উভয় বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, অন্য চার কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ অংশ নেন। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages