সিরাজগঞ্জে তিন জামায়াত নেতা গ্রেফতার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 16 November 2018

সিরাজগঞ্জে তিন জামায়াত নেতা গ্রেফতার


এম ডি হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে নাশকতা ও পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জের  জামায়াত ইসলামীর তিন নেতাকে গ্রেফতার করেছে পুুলিশ। সিরাজগঞ্জ সদর থানার পুুলিশের একটি টিম গোপন সংবাদের  ভিত্তিতে অভিযান চালিয়ে, বৃহস্পতিবার (১৫ নভেম্বর ১৮ইং) রাত ৯ টার দিকে, সিরাজগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের সয়াধানগড়া মধ্যপাড়ার মহল্লার বাসিন্দা জেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা মোঃ শাহিনুর আলম (৪৮) কে নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ দাউদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে একুশে মিডিয়াকে বলেন, তাদের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে ৯টি মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৬ নভেম্বর ১৮ইং) ভোরে সিরাজগঞ্জ পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ী হতে জামায়াত সমর্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন (৬২) কে ও বেলকুচির ধুকুরিয়া বেড়া ইউনিয়ন জামায়াত ইসলামী'র আমীর মোঃ সানোয়ার হোসেন (৬৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম একুশে মিডিয়াকে  জানান যে, সিরাজগঞ্জের পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ী অভিযান চালিয়ে জামায়াত নেতা মোঃ মকবুল হোসেনকে তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলা রয়েছে।
বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ সানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

একুশে মিডিয়া/এমএসএ
Attachments area

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages