একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক: রিনা রহমান:
আমি এক প্রস্ফুটিত গোলাপ,
আমি যে প্রেমিকের প্রেমের সংলাপ।
প্রেমিকের হাতে প্রেমিকার খোপার ফুল।
সবাই আমার রুপে পাগল প্রায়;
আমার সুবাসিত ঘ্রানে মাতাল হায়।
তোমাদর জীবনে আমি অপরিহার্য।
সব ফুলের রাজা আমি
আমায় চিনতে যেন তোমাদের
কভু না হয় ভুল।।
দূঃখের দিনে মানুষের হয় আমি
আনন্দের সঞ্চার।।
বিরহী প্রেমিকের হয় আমি
বিরহের সম্ভার।
সবাই আমায় স্বরন করো---
তোমাদর সমাধিতে;
হয়ে থাকি যেন চির স্বরনীয়।।।
No comments:
Post a Comment