![]() |
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
ঢাকার পল্টনে যানবাহনে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নড়াইল জেলা ছাত্রলীগ মিছিল ও সমাবেশ করেছে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন ও সরকারী ভিক্টোরিয়া কলেজ শাখার সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশের নেতত্বে একটি প্রতিবাদ মিছিলটি বের হয়।
মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় প্রতিবাদ সমাবেশে বক্তারা, পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে যানবাহন ভাংচুর ও পুড়িয়ে দেশের মূল্যবান সম্পদ নষ্ট করার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment