চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ২ প্রবাসীর চারটি ঘর পুড়ে ছাই-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 2 November 2018

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ২ প্রবাসীর চারটি ঘর পুড়ে ছাই-একুশে মিডিয়া




একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে দু’টি বসত ঘরসহ মোট চারটি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় ঘরগুলোতে থাকা সকল আসবাবপত্র, টাকা-পয়সা, স্বর্ণালঙ্কারসহ প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ ও কাগজপত্র পুড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রনে সহযোগিতা করা  কনকাপৈত ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের 
ইউপি সদস্য মোহাম্মদ হোসেন ভুট্টো জানায়  উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামে প্রবাসী সোহাগ মজুমদার এবং আলম মজুমদারের বসতবাড়ীতে থাকার ঘরে  শুক্রবার (২ নভেম্বর) বিকাল সাড়ে চারটার সময় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।স্থানীয়রা চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে আগুনে পূড়ে সব ছাই হয়ে যায় অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে, ঘরে ব্যবহৃত গ্যাস সিলেন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রনে সহযোগিতা করেন কনকাপৈত পুলিশ তথ্য কেন্দ্রের সেকেন্ড অফিসার উত্তম কুমার, এএসআই রাসেল মিত্র, কনকাপৈত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক  ইসমাঈল হোসেন শাহিন,ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল ফরিদ, সহ এলাকার বিভিন্ন স্তরের জনসাধারণ।এলাকাবাসীর দেওয়া তথ্যে আনুমানিক ৬/৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্ত ২ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ৯নং কনকাপৈত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল।চেয়ারম্যান জাফর ইকবাল জানান রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির বাসভবনে একটি কাজে ঢাকায় অবস্থান করার কারনে ঘটনাস্থলে উপস্থিত থাকতে পারেন নাই।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages